নারায়ণগঞ্জে কিশোরী গণধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কিশোরী গণধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে গণধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লার লাঙ্গলকোট বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়া যাওয়ার পথে ওই কিশোরী একটি বাসে ওঠে। রাত ১টা থেকে ২টার মধ্যে রানা, আল আমিন ও অজ্ঞাত আরেক ব্যক্তি মিলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

র‍্যাব-১১-এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, ভিকটিমের বাবার দায়ের করা মামলায় রানা, আল আমিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। কুমিল্লায় আত্মগোপনে থাকা আল আমিনকে গ্রেপ্তারের পর তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ হানাদারমুক্ত দিবস পালন

আজ ৬ ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জ পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরগঞ্জকে শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। বীরগঞ্জ হানাদারমুক্ত হওয়ার তিন দিন আগে অর্থাৎ ৩ ডিসেম্বর পাশের জেলা ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয়। এরপর পাকিস্তানি বাহিনী সৈয়দপুর অভিমুখে পালিয়ে যাওয়ার সময় মুক্তি ও মিত্র বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে। ৫ ডিসেম্বর বিকেল ৪টায় মিত্র বাহিনীর বিমান হামলার মধ্য দিয়ে বীরগঞ্জ শত্রুমুক্ত হতে থাকে।

স্বাধীনতাযুদ্ধে দিনাজপুর ৬ নম্বর সেক্টরের অধীন হওয়ায় বীরগঞ্জ উপজেলার অধীনে ছিল। লে. কর্নেল কাজী নূরুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনীর হাবিলদার মোস্তাফিজুর রহমান বীরগঞ্জ ও খানসামার যুদ্ধ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বীরগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ ৬ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয় এবং শহীদ মহসিন আলী ও শহীদ বুধারু বর্মনের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক ও বীরগঞ্জ উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা।

খাগড়াছড়িতে পার্বত্য নদীরক্ষা সম্মিলন

পার্বত্য অঞ্চলের নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে খাগড়াছড়িতে দিনব্যাপী পার্বত্য নদীরক্ষা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মিলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সম্মিলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা এবং পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মো. লুৎফুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেগুনগাছের কালচার থেকে সরে এসে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। গাছের সঙ্গে ঝরনার এবং ঝরনার সঙ্গে নদীর যে সম্পর্ক আছে, তা বুঝতে হবে। আজকের নদী সম্মেলন থেকে সিদ্ধান্ত নিয়ে মাসব্যাপী কর্মসূচি নেওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের নদীগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ নয়। স্থানীয় জীববৈচিত্র্য, কৃষি, জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। নদী দখল, দূষণ ও অবৈধ খনন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তাঁরা।

নীলফামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় ট্রাকচাপায় হেলাল হোসেন নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। কাছারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর. সাঈদ নিশ্চিত করেছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক।

নোয়াখালীতে বিরল শাপলাপাতা মাছ ধরা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ৩০ কেজি ওজনের তিনটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে, যা পরে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে মাছগুলো নিলামে তোলা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয় আড়তদাররা মাছগুলো কিনে নেয়।

হাতিয়ার চেয়ারম্যান ঘাটের আড়তদাররা জানায়, ভোলা জেলার মাঝি দেলোয়ার হোসেন মেঘনা নদী সংলগ্ন সাগরে জাল ফেললে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে তিনটি শাপলাপাতা মাছ ধরা পড়ে। নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছ স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ নামে পরিচিত হলেও এর আসল নাম রে ফিন ফিস বা স্টিং ফিস।

আরও পড়ুন