Headline: ইসরায়েলি সামরিক বাহিনীতে বেড়েছে আত্মহত্যার হার
Details: গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা নজিরবিহীনভাবে বেড়ে গেছে বলে নতুন প্রকাশিত সরকারি তথ্য থেকে জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী যে সরকারি তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর আত্মহত্যার হার তীব্রভাবে বেড়েছে।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টারের তথ্য মতে, এই বৃদ্ধির কারণ হিসেবে চলমান সংঘাতের কারণে সৃষ্ট গুরুতর মানসিক চাপকে দায়ী করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বছর শেষে পর্যন্ত সাতজন সক্রিয় সেনা সদস্য আত্মহত্যা করেছেন।
এ ছাড়া ২০২৫ সালের শুরু থেকে কমপক্ষে আরো ২০ জন ইসরায়েলি সৈন্য নিজের জীবন নিয়েছেন।
যুদ্ধের আগে ইসরায়েলি বাহিনীতে বার্ষিক গড় আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় ১২ জন। বর্তমান পরিস্থিতিতে আত্মহত্যার হার প্রায় দ্বিগুণে পৌঁছেছে বলে দেখা যাচ্ছে।
এদিকে আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সেনা আত্মহত্যা করছে, তাদের মধ্যে ৭৮ শতাংশই গাজায় অভিযানে অংশ নিয়েছিল। সেনাদের আত্মহত্যার এই হার ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে নথিভুক্ত ৪২-৪৫ শতাংশের তুলনায় অনেক বেশি।
