পুলিশ অফিসার পরিচয়ে প্রেম ও বিশ্বাসভঙ্গের অভিযোগে গ্রেপ্তার যুবক

পুলিশ অফিসার পরিচয়ে প্রেম ও বিশ্বাসভঙ্গের অভিযোগে গ্রেপ্তার যুবক

ভারতের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এক যুবককে পুলিশ অফিসার পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিশ্বাসভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, কেতুগ্রাম থানার এক সিভিক ভলান্টিয়ার নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে এক যুবতীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। দিন দিন তাদের মেলামেশা বৃদ্ধি পায়, কিন্তু পরবর্তীতে প্রেমিকা জানতে পারেন যে প্রেমিক আসলে পুলিশ অফিসার নন।

৩০ বছরের এক যুবতী অভিযোগ করেছেন যে ২০২৩ সালের শেষের দিকে ফেসবুকে অভিযুক্তের সঙ্গে তার পরিচয় হয়, যিনি নিজের নাম ও পেশা গোপন করেছিলেন। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে প্রেমিক তাকে হুগলির চন্দননগরে নিয়ে যান এবং একটি হোটেলে তাদের শারীরিক সম্পর্ক হয়। প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে পরে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে থাকেন, যা থেকে সন্দেহ জাগে। খোঁজখবর নিয়ে প্রেমিকা জানতে পারেন যে প্রেমিক আদতে বিবাহিত এবং পেশায় সিভিক ভলান্টিয়ার, এমনকি নামও ভুল বলেছিলেন।

ভুক্তভোগী বলেন, ‘পুলিশ লেখা বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়াতেন তিনি। তার দৌরাত্ম্যে এলাকাবাসী মুখ খুলতে চায় না। আমি পুলিশে অভিযোগ দায়ের করি।’ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা রুজু করে এবং অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন