আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম নির্বাচন করবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই আসনে আগে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শনিবার রাতে সাদিক কায়েমকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন হাদী।
ওই পোস্টে তিনি বলেন, ‘সাদিক কায়েম আমার ভাই।’ তিনি আরো বলেন, ‘দেশপ্রেমিক জনতার জোয়ার-ই ওসমান হাদীর কর্মী।’ প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওই আসনে জামায়াত প্রাথমিকভাবে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে মনোনয়ন দিয়েছে।
সম্প্রতি সাদিক কায়েম ওই আসনে নির্বাচন করবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এরইমধ্যে শনিবার রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেছেন, ‘সাদিক কায়েম, ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন।’ তিনি বলেন, ‘আমরা আবারও বলছি—এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিশিয়ালি জানিয়ে দেব, ইনশাআল্লাহ।’
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম নির্বাচন করছেন বলে গুঞ্জন ওঠার পর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
তিনি বলেন, ‘আমরা আবারও বলছি, এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিশিয়ালি জানিয়ে দেব, ইনশাআল্লাহ।’
