ডেঙ্গুতে এক দিনে মারা গেলেন আরও পাঁচজন

ডেঙ্গুতে এক দিনে মারা গেলেন আরও পাঁচজন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১-তে। এই এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৪৯০ ডেঙ্গু রোগী। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ৫৮, চট্টগ্রাম বিভাগের ৮৮, ঢাকা বিভাগের অন্যান্য জেলার ৭৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৭, খুলনা বিভাগের ২৮, ময়মনসিংহ বিভাগের ৩৩, রাজশাহীর ১৮, রংপুরের পাঁচ ও সিলেট বিভাগের তিনজন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪০ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীর মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন। গত ১ জানুয়ারি থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৬ হাজার ৬৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। মাসটিতে মোট ১০৪ জনের প্রাণ কেড়েছে মশাবাহিত রোগটি। এর আগে অক্টোবরে ৮০ ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৩৯, জুলাইতে ৪১, জুনে ১৯, মে-তে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। শুধু মার্চ মাসে রোগটিতে আক্রান্ত কোনো রোগী মারা যাননি। চলতি মাসের প্রথম তিন দিনে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন।

অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে পাঁচ হাজার ৯৫১ এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬, অক্টোবরে ২২ হাজার ৫২০ ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডিসেম্বরের প্রথম তিন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন এক হাজার ৬৫৬ জন।

আরও পড়ুন

Leave a Reply