নতুন করে ক্রোম ব্রাউজারে ঝুঁকি

নতুন করে ক্রোম ব্রাউজারে ঝুঁকি

বছরের শেষভাগে এসে গুগল ক্রোম গ্রাহকের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে কয়েকটি নিরাপত্তা সংস্থা। পিসি, স্মার্টফোন বা ল্যাপটপ– এসব মাধ্যমেই জনপ্রিয় ব্রাউজার এখন ক্রোম।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) সতর্কবার্তায় গ্রাহককে উদ্দেশ করে বলেছে, যদি গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে বছরের শেষভাগে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। বিশেষ করে যারা উইন্ডোজ বা ম্যাকওএস সংস্করণে জনপ্রিয় ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য সতর্কবার্তা প্রযোজ্য।

কারিগরি বিভাগ বলছে, গুগল ক্রোম ব্যবহৃত কয়েকটি ডিভাইসে সমস্যা দৃশ্যমান হয়েছে। সিইআরটি গবেষণা ও শনাক্ত দল তাদের নিজস্ব বার্তায় এসব তথ্য দিয়েছে। জানানো হয়, নতুন করে গুগল ক্রোম ব্রাউজারে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি নজরে পড়েছে। ফলে হ্যাকার চক্র বিশেষ সুবিধা নিতে যে কারও ক্ষতি করতে পারে। বিশ্বজুড়ে ক্রোম ব্রাউজারে দৃশ্যমান সবকটি সমস্যা ব্রাউজারের কয়েকটি স্পর্শকাতর নিরাপত্তাবলয় কয়েক দফায় ভেঙেছে। ফলে গ্রাহক পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। গবেষণা সূত্রে জানা গেছে, সিস্টেমের দুর্বলতার কারণে হাজারো মাইল দূর থেকেই ডিভাইসের ফিজিক্যাল অ্যাকসেস প্রয়োজন ছাড়াই ক্ষতিগ্রস্ত ব্রাউজারের গ্রাহককে বিশেষ সমস্যায় ফেলবে। জানা গেছে, বিশেষ ডিজাইনে তৈরি ওয়েবপেজে রিডাইরেক্ট করে অনেকের ডিভাইসে ভাইরাস ছড়িয়ে দিতে পারে হ্যাকার চক্র। 

ফলে হাতছাড়া হতে পারে সংবেদনশীল সব গ্রাহক-তথ্য। ব্যক্তিগত ডেটা চুরি বা পরিচয় চুরি করে অ্যাকাউন্টে অপ্রত্যাশিত ক্ষতিসাধন করতে পারে।
ইতোমধ্যে উল্লিখিত সমস্যা থেকে রেহাই পেতে গুগল ক্রোম ব্রাউজারের জন্য তাৎক্ষণিক বিশেষ আপডেট প্রকাশ করা হয়েছে। যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে দ্রুত নতুন আসা আপডেট ডাউনলোড ও ইনস্টল করে নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পুরোনো ক্রোম সংস্করণ ও উইন্ডোজ বা ম্যাক সিস্টেম সংস্করণে ত্রুটি শনাক্ত করেছেন গবেষকরা। দুটি সংস্করণ ছাড়া অন্য সব সংস্করণ নিরাপদ আছে। সবার ক্ষেত্রেই ক্রোম ব্রাউজারের আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

আরও পড়ুন