সেতুর নাম পরিবর্তন নিয়ে হামলায় উদ্বোধন পণ্ড

সেতুর নাম পরিবর্তন নিয়ে হামলায় উদ্বোধন পণ্ড

বরিশালের আড়িয়ালখাঁ নদীর ওপর নির্মিত সেতুর নামকরণ নিয়ে উত্তেজনা চরমে ওঠায় হামলার ঘটনা ঘটেছে, যার ফলে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুলাদীর কাচিরচর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করার কথা ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অনলাইনে উদ্বোধনের প্রস্তুতি চলাকালে উত্তেজিত জনতা প্রশাসনের সামনে হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গৌরনদীর সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদীর নাজিরপুরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আড়িয়ালখাঁ নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণ করছে, যা এখনো পুরোপুরি শেষ হয়নি। এই অবস্থায় স্থানীয়দের না জানিয়ে ‘সৌহার্দ্য সেতু’র নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়, যার ফলে এলাকাজুড়ে ক্ষোভ ছড়ায়। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি নির্মাণে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুর ভূমিকা সবচেয়ে বেশি হলেও, উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে দাওয়াত দেওয়া হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকে অসন্তোষ প্রকাশ করেন, তবে সাবেক সচিব এমদাদুল হক মজনুর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন