আকবর আলির নেতৃত্বে রংপুর বিভাগ গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রায় দুই মাসের ব্যবধানে এবার তারা এনসিএল চারদিনের ক্রিকেটেও শিরোপা জিতেছে। অবশ্য এক্ষেত্রে নিজেদের অবদানের চেয়ে অন্য দলগুলোর ব্যর্থতা বেশি ভূমিকা রেখেছে।
গতকালই লাল বলের এনসিএলে চ্যাম্পিয়ন হওয়ার সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ, তবে হিসাব কাগজে-কলমে বাকি ছিল। আজ মঙ্গলবার সিলেট ও বরিশাল বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের শিরোপা নিশ্চিত হয়ে যায়। গতকাল একদিন বাকি থাকতেই খুলনাকে ৭ উইকেটে হারিয়ে রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল।
সিলেট যদি বরিশালকে হারাতে পারত, তাহলে তারা রংপুরকে ছাড়িয়ে টেবিল টপার হয়ে চ্যাম্পিয়ন হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত বরিশাল-সিলেটের ম্যাচটি ড্রতে শেষ হয়েছে। ফলে ৩১ পয়েন্ট পাওয়া রংপুর চ্যাম্পিয়ন হয়েছে, অন্যদিকে দুইয়ে থেকে আসর শেষ করা সিলেটের পয়েন্ট ২৮।
