বিএনপির পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

বিএনপির পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দিনাজপুর জেলাধীন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছ আলী, মো. আজাদ রহমান, মো. কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান ও কোষাধ্যক্ষ মো. মহররম আলীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন