ঢালিউডের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা স্বামী আদনান আল রাজীব ছুটি কাটাতে গিয়েছিলেন মালদ্বীপে। সেখানে তারা বিলাসী অবসর কাটান এবং সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেন।
ছবিগুলোতে দেখা যায়, মালদ্বীপের রিসোর্টে সুইমিংপুলের জলে ভাসমান নাশতার ট্রে, যাতে নানা পদের খাবার সাজানো। মেহজাবীন চৌধুরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিছানায় নাশতা… উহ, ওটা বোরিং।’
অন্য একটি ছবিতে মেহজাবীন ও রাজীবকে ফলের জুস হাতে চিয়ার্স করতে দেখা গেছে, দুজনের চোখে রোদচশমা ও মুখে হাসি রয়েছে।
ভক্তরা ছবিগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। একজন মজার ছলে লিখেছেন, ‘সারা বছর ডায়েটিং করার পর একদিন।’ অন্য একজন লিখেছেন, ‘বাহ! অনেক সুন্দর লাগছে দুজনকে।’
